১৯৮৩ সালে লর্ডসে ভারতের বিশ্বজয় সচিন তেন্ডুলকরকে উদ্বুদ্ধ করেছিল



সর্বকণিষ্ঠ অধিনায়ক হিসাবে মাত্র ২৪ বছর ১৭০ দিনে বিশ্বকাপ জিতেছিলেন কপিল দেব



আজ ৬৫-তে পা দিলেন সেই কিংবদন্তি ক্রিকেটার



ভারতের হয়ে ৩৫৬টি ম্যাচ খেলে মোট ৯০৩১ রান করেছেন কপিল দেব



কপিল বল হাতে ৬৮৭টি উইকেট নিয়েছেন, ধরেছেন ১৩৫টি ক্যাচ



ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১৯৮৩ সালে কপিলের ৮৩ রানের বিনিময়ে নয় উইকেট কোনও অধিনায়কের সেরা বোলিং পারফরম্যান্স



একমাত্র ক্রিকেটার হিসাবে টেস্টে পাঁচ হাজার রান ও ৪০০ উইকেট নিয়েছেন কপিল দেব



জিম্বাবোয়ের বিরুদ্ধে ৮৩ বিশ্বকাপে কপিলের ১৭৫ রান পাঁচের নীচে নামা কোনও ক্রিকেটারের সর্বোচ্চ স্কোর ছিল



সেই ম্যাচেই সৈয়দ কিরমানির সঙ্গে তাঁর ১২৬ রান প্রায় তিন দশক নবম উইকেটে ওয়ান ডেতে সর্বোচ্চ রানের পার্টনারশিপ ছিল



এই রেকর্ডগুলিই কপিলকে সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে দেয়