'কাদম্বরী'র হাত ধরে বড়পর্দায় ফিরছেন সাবিত্রী চট্টোপাধ্যায় তাঁর আসন্ন ছবির নাম 'কাদম্বরী আজও' ছবিটির পরিচালনা করছেন শর্মিষ্ঠা দেব কাদম্বরীর চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা চক্রবর্তী ছবির শুটিং হয়েছে কলকাতা এবং উত্তরবঙ্গের রিশপ,লোঁলেগাও এ ইন্দো-ফ্রাঁন্স এবং রিলস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কারের সম্মান অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাজদীপ সরকার, বিশ্বজিত চক্রবর্তী এই ছবিতে রূপঙ্কর বাগচী এবং সায়নী পালিতের কন্ঠে তিনটি রবীন্দ্রসঙ্গীত রয়েছে ছবিটি ২৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় একসঙ্গে রিলিজ করবে ছবির চিত্রনাট্য় লিখেছেন শিলাদিত্য গুহ আবহ সঙ্গীত রচনা করেছেন চিরন্তন বন্দ্য়োপাধ্য়ায়