৫৮ বছরে পা দিলেন বলিউডের 'ভাইজান', সলমন খান। আজ তাঁর জন্মদিন।



জেনে নেওয়া যাক, এই তারকার বেশ কয়েকটি অজানা অভ্যাস ও জীবনধারার রীতিনীতি।



সলমন সাধারণত রাতে শ্যুটিং করতেই পছন্দ করেন। তাই সকালের দৃশ্যও অনেক সময় তৈরি করতে হয় নকল আলো দিয়ে।



মধ্যরাত পর্যন্ত শ্যুটিং করেও সঙ্গে সঙ্গে বাড়ি ফিরতে চান না সলমন খান।



শ্যুটিং শেষে সবার সঙ্গে বসে গল্পগুজব করা ও খাওয়া-দাওয়া সলমনের খুব পছন্দের অভ্যাস।



অভিনয়ের পাশাপাশি, ছবি আঁকতেও বেশ দক্ষ সলমন খান, তবে তাঁর কোনও প্রথাগত শিক্ষা নেই।



ছবির প্রস্তুতির বিভিন্ন দিক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা এক্কেবারে না-পছন্দ সলমন খানের।



বন্ধ ঘরের ভিতরেই ছবির জন্য নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করতে ভালবাসেন সলমন খান



বিন্দুমাত্র আকর্ষণ নেই অন্যের জীবনে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকাতেই বিশ্বাসী সলমন খান



নিজেকে নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী আর তাই সহ অভিনেতাদের ছবিতে বেশি দৈর্ঘ্যের রোল দেওয়াতেই বিশ্বাসী সলমন