যশস্বী জয়সওয়াল গ্রুপপর্বের ১৪ ম্যাচে ৬২৫ রান করেছেন 'আনক্যাপড' ক্রিকেটার হিসাবে আইপিএলে এটি সর্বকালের সর্বোচ্চ রান জয়সওয়াল শন মার্শের ১৫ বছর পুরনো রেকর্ড ভাঙলেন ২০০৮ সালে ৬১৬ রান করেছিলেন মার্শ মুম্বইয়ের তারকা ঈশান কিষাণ এই তালিকায় তিনে রয়েছেন তিনি ২০২০-র মরসুমে ৫৭.৩ গড়ে ৫১৬ রান করেছিলেন সূর্যকুমারকে জাতীয় দলে অভিষেকের জন্য বহুদিন অপেক্ষা করতে হয়েছিল আন্তর্জাতিক অভিষেকের আগে ২০১৮ মরসুমে ৫১২ ও ২০২০ সালে ৪৮০ রান করেছিলেন তালিকায় ষষ্ঠ স্থানে রাজস্থান রয়্যালস তারকা দেবদূত পাডিক্কাল পাডিক্কাল ২০২০ সালে ৪৭৩ রান করেছিলেন