তাঁর সঙ্গে শোয়েব মালিকের বিচ্ছেদের গুঞ্জন ছিলই অবশেষে ২০ জানুয়ারি শোয়েব মালিকের পোস্টে সব জল্পনার অবসান হয় শোয়েব সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন, সানা জাভেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সানিয়ার পরিবারের তরফে জানানো হয় যে, খুলা নিয়মে বিচ্ছেদ হয়েছে শোয়েবের সঙ্গে শোয়েবের নতুন ইনিংসের পর কেমন কাটছে সানিয়ার জীবন? অস্ট্রেলীয় ওপেনে ধারাভাষ্যকার হিসাবে কাজ করছিলেন সানিয়া তাঁর নেওয়া জকোভিচের সাক্ষাৎকার ভাইরাল হয় সানিয়া তাঁর পুরনো প্রেমিক সোহরাব মির্জার সঙ্গে যোগাযোগ করেছেন বলেও গুঞ্জন সানিয়া নিজে অবশ্য এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন ছেলে ইজহান রয়েছে সানিয়ার সঙ্গেই (ছবি - সানিয়ার ফেসবুক থেকে নেওয়া)