শেষমেশ হিরোইন খোয়ালেন বলিউডের 'ভাইজান'? সারা আলি খানের সঙ্গে কাজের ইচ্ছা ছিল ভরপুর। আগেও বহু অল্পবয়সীর নায়িকার সঙ্গে কাজ করেছেন সলমন। কিন্তু একী! হঠাৎ সারার সঙ্গে কাজ না করার কী কারণ? বিপত্তিটা পাকিয়েছেন সইফ-অমৃতা কন্যাই। সলমন খান যে 'আঙ্কল' তাঁর! আড়ালে নয়, একেবারে হাটের মাঝে ভাইজানকে আঙ্কল সম্বোধন করেছেন। জনপ্রিয় অ্যাওয়ার্ড মঞ্চের সেই কথোপকথন এখন রীতিমতো ভাইরাল। সারার মুখে ওই সম্বোধন শুনে সলমন-ই বা কী করেন? বলেই ফেললেন, 'তুমি আমার হিরোইন হতে পারতে। কিন্তু সকলের সামনে তো আমাকে আঙ্কল বলে ডেকে ফেললে।' খানিক থমকে যান সারা। তবে সঙ্গে সঙ্গেই স্ট্রেট ড্রাইভ, 'আপনিই তো আঙ্কল বলে ডাকতে বললেন।'