আজ মুম্বইতে নিজের বাড়ির বাইরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি সইফ কন্যা সারা আলি খান। সদ্য সারা আলি খান ও জাহ্নবী কপূরের একসঙ্গে ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় তাঁদের এক সিনেমায় দেখার জল্পনা ছড়িয়েছে। যদিও এবিষয়ে এখনও মুখ খোলেননি কেউই। তারকা পরিবারে জন্ম, কিন্তু অভিনয় নয়, প্রথমে পড়াশোনা শেষ করেছিলেন সারা। প্রথম ছবির নায়ক সুশান্ত সিংহ রাজপুরের সঙ্গে জড়িয়েছিলেন সম্পর্কে সারা। যদিও সেই সম্পর্ক টেঁকেনি। 'কেদারনাথ' ছবির হাত ধরে সারা পা রেখেছিলেন বলিউডে। প্রথম জীবনেই বাবা-মায়ের বিচ্ছেদ দেখেছেন সারা। মায়ের সঙ্গে থাকলেও বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল সারা আলি খানের। সুসম্পর্ক রয়েছে সইফের বর্তমান স্ত্রী করিনা কপূর খানের সঙ্গেও। নিজের ভাই ইব্রাহিম ও সৎ ভাই তৈমুর আলি খান ও জাহাঙ্গির -এর সঙ্গেও ভালো সম্পর্ক সারার। হামেশাই একসঙ্গে সময় কাটান। প্রথম জীবনে সারা নিউ ইয়র্ক থেকে পড়াশোনা করেছেন। এরপর 'কেদারনাথ' ছবির হাত ধরে বলিউডে প্রবেশ। বিভিন্ন শারীরিক সমস্যাও ছিল তাঁর ওজন বাড়ার অন্যতম কারণ। Polycystic Ovary Syndrome রোগের শিকার হয়েছিলেন তিনি। শারীরিক সমস্যার জন্য একটা কঠিন ডায়েট মেনে চলতে হয়েছিল তাঁকে। শুধু ডায়েট নয়, সারাকে প্রায় দেড় বছর কড়া শরীরচর্চাও করতে হয়েছিল