সচিন-কন্যা সারা

মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর বিভিন্ন ছবি সোশাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের নজর কাড়ে

কফির কাপ হাতে সারা

সারা সদ্যই স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেছেন।

ব্যালকনিতে সারা

ছবিতে সারাকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে

অল ব্ল্যাক লুক

অল ব্ল্যাক লুকে সরল হাসি সৌন্দর্য্য আরও বাড়িয়ে দিয়েছে।

নিখুঁত ফ্যাশন সেন্স

এই ছবিতে সারাকে অফ সোল্ডার ক্রপ টপের প্রিন্টেড জেগিংসে খুবই মানিয়েছে।

সূর্যস্নাত

নিজের জন্মদিনে এই ছবি শেয়ার করেছিলেন সারা

ক্যাজুয়াল লুকে সারা

কয়েক মাস আগে শপিংয়ের পর সারার এই ছবি ধরা পড়ে ক্যামেরায়

ভিন্ন ভিন্ন জায়গা ঘুরে দেখতে খুবই পছন্দ করেন সারা। তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট দেখলেই তা বোঝা যায়

ভ্রমণ-বিলাসী

সারা লাইম লাইটে থাকতে খুব একটা পছন্দ করেন না

প্রচুর ফ্যান-ফলোয়ার

অন্যান্য তারকা সন্তানদের মতো সোশাল মিডিয়ায় অবশ্য তাঁরও ফ্যান ফলোয়িং প্রচুর