এসভিএফের অফিসে আয়োজন হয়েছিল সরস্বতী পুজোর। হাজির হয়েছিলেন টলিপাড়ার তারকারা।

সাদা পাঞ্জাবি আর হলুদ জহর কোটে হাজির হয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।

হলুদ পাঞ্জাবির ওপর কালো শাল গায়ে দিয়ে বাবা শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে বাণীবন্দনায় সামিল ঋতব্রত।

হলুদ ঝলমলে শাড়িতে সেজেছিলেন তনুশ্রী চক্রবর্তী।

সাদা পাঞ্জাবিতে বাণীবন্দনায় সামিল অনির্বাণ ভট্টাচার্য্য

হলুদ পাঞ্জাবিতে বাগদেবীর আরাধনায় সামিল অঙ্কুশ হাজরা

নীল প্রিন্টেড পাঞ্জাবিতে সরস্বতী আরাধনায় হাজির অনিন্দ্য চট্টোপাধ্যায়

তামাটে শাড়ি আর ছোট চুলের সাজে অভিনেত্রী পায়েল সরকারের দিক থেকে চোখ ফেরানো দায়

বাড়ির পুজো সেরে হালকা সোনালি শাড়িতে এসভিএফের অফিসে হাজির হলেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র

নিজের বাড়ির পুজো সেরে হলুদ পাঞ্জাবিতে এসভিএফের অফিসে এসে হাজির পরিচালক অরিন্দম শীল