শিবলিঙ্গে ১, ১১ বা ২১ টি বেলপাতা নিবেদন করা শুভ।



পুজোর সময় বেলপাতা না থাকলে, আগে নিবেদিত পাতা ধুয়ে শিবলিঙ্গে অর্পণ করুন।



বেলপাতা কখনও বাসি হয় না। 



কাটা-ছেঁড়া ও শুকিয়ে যাওয়া বেলপাতা একেবারেই নিবেদন করা ঠিক নয়। 



সব সময় তিনটি পাতা সহ বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করা উচিত।



খেয়াল রাখবেন এতে যেন কোনও দাগ না থাকে। 



বিল্বপত্র বা বেলপাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়।



ধর্মীয় বিশ্বাস অনুসারে, শিবকে বেলপাতা নিবেদন করলে তিনি প্রসন্ন হন।                                                           



কথিত আছে যে এই পাতা শিবের মনকে শান্তিতে রাখে।



মা পার্বতীর ঘাম থেকে বেল গাছের জন্ম। এই কাহিনি স্কন্দপুরাণে বর্ণিত আছে।