ভিন্ন ধরনের শ্যাম্পু, ট্রিটমেন্টে জেরবার? খুশকি তাড়াবে শ্যাম্পু ব্রাশ

খুশকি থেকে মুক্তি পেতে বিভিন্ন রূপচর্চার বিভিন্ন জিনিস ব্যবহার না করে কিনুন শ্যাম্পু-ব্রাশ

খুব কম দামে যে কোনও রূপচর্চার দোকানে বা অনলাইনে সহজেই পেয়ে যেতে পারেন শ্যাম্পু ব্রাশ

সিলিকনের দাঁড়াযুক্ত গোল এই ব্রাশ চুলের ভিতর দিয়ে মাথার স্কাল্প পর্যন্ত পৌঁছে যেতে পারে সহজেই।

হাত দিয়ে মাথা ঘষলে সব জায়গায় সমান চাপ পড়ে না, ফলে খুশকি রয়েই যায়। তা ছাড়া হাতে নখ থাকলে স্কাল্পের পক্ষে তা ক্ষতিকারক হতে পারে

শ্যাম্পু ব্রাশ ব্যবহার করলে সব জায়গায় সমানভাবে চাপ পড়ে আর তাতে সমানভাবে পরিস্কার হয়ে যায় গোটা স্কাল্পটা।

আপনার চুলে নিয়ম করে যে শ্যাম্পু ব্যবহার করেন প্রথমে তা ভালভাবে মাথার স্কাল্পে ওচুলে মাখিয়ে নিন।

এরপর ব্রাশ দিয়ে হালকাভাবে মাথায় রাউন্ড বা আপ অ্যান্ড ডাউন মোশনে ঘষে নিন।

নিয়মিত শ্য়াম্পু ব্যবহার না করতে পারলেও রোজ স্নানের সময় চেষ্টা করুন শ্যাম্পু ব্রাশ দিয়ে মাথা ঘষে নিতে।

তবে শুধু শ্যাম্পু ব্যবহারের সময় নয়। শ্যাম্পু ধোয়া এমনকি কন্ডিশনার ধোয়ার সময়ও ব্যবহার করুন এই শ্যাম্পু ব্রাশ।

যাদের প্রচন্ড খুশকির সমস্যা রয়েছে, তাদের চেষ্টা করতে হবে রোজই যাতে শ্যাম্পু ব্রাশ দিয়ে অন্তত একবার মাথা ঘষে নেওয়া যায়।