Image Source: Pexels, Pixabay

ওজন নিয়ে সবসময়েই সতর্ক থাকার কথা বলেন বিশেষজ্ঞরা

Image Source: Pexels, Pixabay

অতিরিক্ত ওজন বৃদ্ধি আরও নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়

Image Source: Pexels, Pixabay

হৃদরোগ, ডায়াবেটিস থেকে শুরু করে হাঁটুর সমস্যা, ঝুঁকি থাকে অনেক কিছুরই

Image Source: Pexels, Pixabay

আপেল ও পিনাট বাটার: আপেল ভিটামিনে ভরপুর, রয়েছে ফাইবারও। অন্যদিকে পিনাট বাটার বিভিন্ন ধরনের ফ্যাট সমৃদ্ধ

Image Source: Pexels, Pixabay

অ্যাভোকাডো এবং শাক-আনাজ: ওজন কমাতে স্যালাডে ভরসা রাখেন অনেকেই। এই স্যালাডেই ব্যবহার করা যায় অ্যাভোকাডো

Image Source: Pexels, Pixabay

ডিমের সঙ্গে বেলপেপার: ডিমে কোলাইন থাকে, যা মেটাবলিজম বাড়ায়, বেলপেপারে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে

Image Source: Pexels, Pixabay

কলা ও বাদামের মাখন: কার্ব পেয়ারিং কথাটি এখন বেশ চালু হয়েছে। কলার সঙ্গে পিনাট বাটারের মিশ্রণে মিলবে লাভ

Image Source: Pexels, Pixabay

গ্রিন টি ও লেবু: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গ্রিন টি। লেবুর রস মেশালে মিলবে আরও উপকার।

Image Source: Pexels, Pixabay

ডার্ক চকোলেট: ডার্ক চকোলেটের মধ্যে থাকা ফ্ল্যাভোনল অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।