অনলাইনের সুবিধা নিতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে পারেন আপনি। অনলাইনে বিদ্যুতের বিল শোধ করলে এখনই সাবধান হোন।
অন্যথায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে প্রতারকরা। আপনি বুঝতেই পারবেন না।
সম্প্রতি গ্রাহকদের এই ধরনের প্রতারণা থেকে সাবধান থাকতে বার্তা দিয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক।
এখন বিদ্যুতের বিলকে হাতিার করে নতুন অনলাইনে প্রতারণার ফাঁদ পেতেছে তারা।
সাধারণত অনেক বিদ্যুৎ কোম্পানি গ্রাহকদের এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিলের পরিমাণ ও জমার শেষ তারিখ সম্পর্কে জানায়।
কোম্পানির সঙ্গে গ্রাহকদের এই বিশ্বাসযোগ্যাতার মাধ্যমকেই প্রতারণার হাতিয়ার করে জালিয়াতরা।
SBI বলেছে, এই ধরনের কোনও মেসেজের উত্তর দেবেন না। পাল্টা কলও করবেন না।এই কাজ করলে আপনার আর্থিক তথ্য চুরি হওয়ার ঝুঁকি থাকে।
এই ধরনের মেসেজে দেওয়া ফোন নম্বরে কখনই যোগাযোগ করবেন না। এছাড়াও, আপনার ব্যক্তিগত বা ব্যাঙ্কিং বিবরণ কারও সঙ্গে শেয়ার করবেন না।