ব্যাঙ্কে না গিয়েই ডিজিটালি পেতে পারেন ৩৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ। ডিজিটাল ব্যাঙ্কিংকে উৎসাহিত করতে নতুন প্রোডাক্ট এনেছে ব্যাঙ্কগুলি।

গ্রাহকদের সুবিধার পাশাপাশি ব্যাঙ্কের শাখায় যাওয়ার ঝামেলা থেকেও মুক্তি দিচ্ছে এই ব্যবস্থা।

সম্প্রতি SBI YONO অ্যাপে রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট (RTXC) নামে একটি ঋণ শুরু করেছে। গ্রাহকরা SBI YONO অ্যাপের মাধ্যমে 35 লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ নিতে পারেন।

SBI জানিয়েছে, আরটিএক্সসির মাধ্যমে ব্যক্তিগত ঋণের আবেদনকারী গ্রাহকদের যোগ্যতা যাচাই সহ নথিপত্র যাচাই সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে।

সেই ক্ষেত্রে যাদের স্যালারি অ্যাকাউন্ট এসবিআইতে রয়েছে তারা এই সুবিধা পাবেন।

যার বেতন অ্যাকাউন্ট SBI তে রয়েছে এমন ব্যক্তি ছাড়াও যার ন্যূনতম বেতন প্রতি মাসে 15,000 টাকা তাঁরা এই ঋণ পাবেন।

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মচারী, কেন্দ্রীয় পিএসইউ ও মুনাফা অর্জনকারী রাজ্য পিএসইউর কর্মচারী, জাতীয় স্তরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরাও এই সুযোগ পাবেন।

নির্বাচিত বেসরকারি সংস্থার কর্মচারী যারা ব্যাঙ্কের সঙ্গে যুক্ত বা নয়, তারাও এই সুবিধা নিতে পারেন।

ব্যাঙ্কের দাবি, সর্বনিম্ন সুদের হারে ব্যক্তিগত ঋণ দিচ্ছে SBI।

এই অ্যাপের মাধ্যমে ঋণ নিতে গ্রহণকারীর কোনও সিকিউরিটি বা গ্যারান্টারের প্রয়োজন হবে না।