ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের হারকে ছাড়িয়ে গেছে মুদ্রাস্ফীতি। তাই ব্যাঙ্ক ৬ শতাংশ সুদ দিলেও আপনার আর্থিক ভবিষ্যৎ সুনিশ্চিত হচ্ছে না।
কেউ কেউ নিরাপদ আর্থিক সুরক্ষার কথা ভেবে ফিক্সড ডিপোজিট স্কিমে টাকা বিনিয়োগ করেন।দেখে নিন, ফিক্সড ডিপোজিটে সুদের পর কোন ব্যাঙ্কে কত লোকসান হচ্ছে আপনার।
FD-তে রিটার্নের আসল হার এইভাবে বুঝুন: ক্যালকুলেটর রিটার্নের প্রকৃত হার = [(1+ন্যূনতম হার)/ (1+মূদ্রাস্ফীতি)] -1
5 বছরের FD-র সুদ: 5.50 শতাংশ
বর্তমান মুদ্রাস্ফীতির হার (CPI): 7 শতাংশ
রিটার্নের প্রকৃত হার: [(1+5.50)/ (1+7)] -1 = -1.402
5 বছরের এফডিতে সুদ: 6.10 শতাংশ
বর্তমান মুদ্রাস্ফীতির হারঃ ৭ শতাংশ
রিটার্নের প্রকৃত হার: [(1+6.10)/ (1+7)] -1 = -0.8411
5 বছরের এফডি-তে সুদ: 6%
বর্তমান মূল্যস্ফীতির হার ৭ শতাংশ
রিটার্নের প্রকৃত হার: [(1+6)/ (1+7)] -1 = -0.9346
মুদ্রাস্ফীতির হার ৭ শতাংশ ও যেকোনও স্কিমে সুদের হার ৫ থেকে ৬ শতাংশ হলে রিটার্নের আসল হার যে কম হবে এটাই বাস্তব।