ফের Black Monday-র সাক্ষী থাকল ভারতীয় শেয়ার বাজার। সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই 'রক্তাক্ত হল' ইন্ডিয়ান স্টক মার্কেট।

আমেরিকা-সহ ইউরোপীয় দেশগুলির মন্দায় যাওয়ার আশঙ্কা থেকেই ধরাশায়ী হল ভারতের শেয়ার বাজার।

যে কারণে বিনিয়োগকারীদের সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। আজ শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সম্পদে ৭ লাখ কোটি টাকা ক্ষতি হয়েছে।

এদিন সকালে প্রায় দেড় শতাংশ পতনের পর -৯৯ শতাংশে এসে থামে নিফটির সূচক। সাড়ে ৯টার আগেই প্রায় দেড় শতাংশ কমে যায় নিফটি ও সেনসেক্সের সূচক।

আজকের ট্রেডিংয়ে BSE 30-শেয়ার সূচক সেনসেক্স 573.89 পয়েন্ট বা 0.99 শতাংশ পতনের সঙ্গে 57,525 এ খুলেছে ।

সেই ক্ষেত্রে NSE সেনসেক্স 171.05 পয়েন্ট বা 0.99 শতাংশ পতনের সঙ্গে 17,156 ট্রেড শুরু করেছে।

যদিও বাজার বন্ধ হওয়ার সময় নিফটি ১.৮০ পেন্ট পড়ে ১৭,০১৬ পয়েন্টে বন্ধ হয়।প্রায় সব খাতেই পতচন দেখা যায় আজ।

আগামীকালও নিফটিতে পতন জারি থাকতে পারে। সেই ক্ষেত্রে ১৭,৮০০-র কাছে ফের শাপোর্ট নিতে পারে নিফটি।

আজ বেড়েছে

HCL TECH 908.00 1.36
INFY 1,383.00 1.29
ASIAN PAINT 3,434.00 1.14
DIVISLAB 3,670.00 0.75
TCS 3,000.00 0.60

আজ কমেছে

ADANI PORTS 855.80 -6.35
TATA MOTORS 398.00 -5.93
HINDALCO 373.15 -5.85
MARUTI 8,801.00 -5.81
EICHERMOT 3,506.55 -4.93