Stock Market Update: সোমের পতন থেকে ঘুরে দাঁড়ালেও মঙ্গলে দিশা দেখাতে পারল না বাজার। ফলে সারাদিন 'সাইডওয়াজ' বাজারে দেখা গেল না দুরন্ত গতি।
দিনের শেষে সেনসেক্স ও নিফটি সব লাভ হারিয়েছে।বাজার বন্ধের সময় সেনসেক্স ৩৮ পয়েন্ট ও নিফটি ৯ পয়েন্ট কমেছে।
আজ সেনসেক্সের 30টি স্টকের মধ্যে 18টি সবুজে ও 12টি স্টক লালে বন্ধ হয়েছে। অন্যদিকে, নিফটির 50টি স্টকের মধ্যে 28টি বেড়েছে ও 22টি স্টক পতনের সঙ্গে লেনদেন বন্ধ করেছে।
আজ এফএমসিজি, আইটি, মিডিয়া, ফার্মা, স্বাস্থ্যসেবা ও তেল ও গ্যাসের খাতগুলি গতি দেখিয়েছে। তেল ও গ্যাসের খাত 1.13 শতাংশ লাফ দিয়ে বন্ধ হয়েছে।
সোমবার পতনের পর সামান্য হলেও আজ ঘুরে দাঁড়িয়েছে ভারতের শেয়ার বাজার। প্রি-ওপেনিংয়ে সবুজে ছুট শুরু করে নিফটি,সেনসেক্স।
আজ সামান্য বৃদ্ধি নিয়ে শুরু করেছে দালাল স্ট্রিট। বিশ্ববাজার থেকে বিশেষ কোনও সাপোর্ট না পেলেও গতকালের তুলনায় দেশের বাজারে কেনাকাটার প্রবণতা লক্ষ্য করা যায়।
CIPLA 1,102.00 3.41
TATA CONSUM 800.25 2.48
SHREE CEM 21,239.00 2.36
POWER GRID 205.25 2.19
INDUSIND BK 1,173.80 2.11
HERO MOTOCO 2,643.00 -2.88
ADANI PORTS 846.50 -1.96
TITAN 2,604.90 -1.91
TATA STEEL 97.95 -1.90
SBI LIFE 1,242.00 -1.41