Image Source: NASA ওয়েবসাইট

চেনা লাগে? এটি আমাদের 'নিজেদের' ছায়াপথ 'মিল্কি ওয়ে'। ছবি নাসার Spitzer Space Telescope-র।

'Milky Way'-র সবথেকে কাছের, বৃহত্তম ছায়াপথ এটি। নাম? Andromeda।

নাসার Hubble Space Telescope-র ক্যামেরায় ধরা পড়েছিল Sunflower Galaxy-র এই ছবি।

রক্তক্ষয়ী যুদ্ধ মনে হচ্ছে? 'Antennae' নামে এই ছায়াপথটি আসলে দুটি আলাদা ছায়াপথ থেকে ছিন্ন নক্ষত্রদের নিয়ে তৈরি।

এটির নাম Messier 74। দুরন্ত সুন্দর এই ছায়াপথ 'spiral galaxy'-র প্রকৃষ্ট নমুনা।

প্রায় আড়াই কোটি নক্ষত্র নিয়ে তৈরি এই ছায়াপথের নাম Triangulum। এটির মুখ আমাদের ছায়াপথের দিকে।

Pinwheel Galaxy-র এই ছবিটি তুলেছিল Hubble Space Telescope।

অদ্ভুত সুন্দর নাম রয়েছে এর। কী জানেন? Black Eye Galaxy। এর এক অদ্ভুত অন্তর্বর্তী গতি রয়েছে।

ছায়াপথ আসলে কোটি কোটি নক্ষত্র, গ্রহ এবং বিপুল পরিমাণ গ্যাস ও ধুলো দিয়ে তৈরি এক 'মহাজাগতিক সংসার।'

আমাদের সৌর পরিবার রয়েছে Milky Way ছায়াপথে। এমন কোটি কোটি ছায়াপথ ছড়িয়ে এই মহাকাশে...

Thanks for Reading. UP NEXT

জলবায়ু পরিবর্তনই দায়ী, ২০৫০ সালের মধ্যেই ঘোর বিপদ!

View next story