জলবায়ু পরিবর্তন নিয়ে বিপদঘণ্টা বেজেই চলেছে কিন্তু সুপারিশ, তদ্বির সত্ত্বেও কাজের কাজ হয়নি আজও বরং প্রতি নিয়ত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী Nature জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে আবারও বিপদবার্তা উঠে এল বলা হয়েছে, শুধুমাত্র জলস্তর বৃদ্ধিই নয়, ভূমির অবনমন ঘটছে প্রতিনিয়ত এর ফলে ২০৫০ সালের মধ্যে ঘোর বিপদ উপস্থিত হবে আমেরিকার উপকূলবর্তী বড় শহরগুলি একে একে তলিয়ে যেতে পারে ক্রমশ শহরাঞ্চলের মাটির বাঁধন আলগা হচ্ছে, ধসে যাচ্ছে মাটি এখনই সতর্ক না হলে কিছু বাঁচানো যাবে না আবারও বিশ্ববাসীকে সতর্ক করল নয়া গবেষণা