তৃতী বার মহাকাশের উদ্দেশে রওনা দিচ্ছিলেন তিনি

বসেও পড়েছিলেন মহাকাশযানে, বাঁধা হয়ে গিয়েছিল সিটবেল্ট

কিন্তু শেষ মুহূর্তে মহাকাশযাত্রা বাতিল হল সুনীতা উইলিয়ামসের

NASA-র নতুন মহাকাশযানে চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছিলেন

উৎক্ষেপণ দ্বিতীয় পর্যায়ে পৌঁছে গিয়েছিল মঙ্গলবার সকালে

কিন্তু বায়ুর চাপ নিয়ন্ত্রণ ভালভে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়

সঙ্গে সঙ্গে টেকনিশিয়ানরা বের করে আনেন সুনীতাকে

১০ জানুয়ারি নতুন করে ফের উৎক্ষেপণ হবে বলে জানিয়েছে NASA

এই নিয়ে তৃতীয় বার মহাকাশযাত্রার মুখে সুনীতা

লাকি চার্ম গণেশমূর্তি সঙ্গে রেখেছেন সুনীতা

Thanks for Reading. UP NEXT

পৃথিবীতে মহাসাগর কয়টি?

View next story