দিন-রাতের হিসেব থেকে প্রাণের অস্তিত্ব, সবকিছুর জন্য সূর্যের আলোর কাছে 'ঋণী' আমাদের পৃথিবী। কিন্তু এই সূর্যের উৎপত্তি হল কী ভাবে? এই প্রশ্ন বছরের পর বছর ধরে ভাবিয়েছে বিজ্ঞানীদের। বিস্তর অঙ্ক এবং পর্যবেক্ষণ, দুইয়ে মিলে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা সূর্যের জন্ম ৪৬০ কোটি বছর আগে। আমাদের সৌর পরিবারের বৃহত্তম সদস্য এটি, ব্যাসের দৈর্ঘই ১৪ লক্ষ কিলোমিটার। মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের একটি জ্বলন্ত গোলা এটি। বিজ্ঞানীদের ধারণা, গ্যাস এবং ধুলোকণা দিয়ে তৈরি দৈত্যাকার বায়বীয় মেঘের Gravitational Collapse থেকে সূর্যের জন্ম। দৈত্যাকার বায়বীয় মেঘের Gravitational Collapse থেকেই আমাদের সৌর পরিবার তৈরি হয়। একই সময়ে সূর্যের উৎপত্তি। ওই ঘন মেঘটি মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের অনু দিয়ে তৈরি ছিল। দৈত্যাকার বায়বীয় বস্তুটি টুকরো হয়ে যাওয়ার পর সিংহভাগ অংশ একটি জায়গায় নিহিত হয়। সেটিই আমাদের চেনা সূর্য। বাকি অংশগুলি থেকে গ্রহ ও অন্য মহাজাগতিক বস্তু তৈরি হয়।