মানুষ বিশেষে শারীরিক গঠন চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা

কিন্তু রক্তের রং লাল প্রত্যেক মানুষেরই, কারণ কী?

কিছু কোষের সমন্বয়েই রক্তের রং লাল, সেগুলিকে লোহিতকণিকাও বলা হয়।

লোহিতকণিকার মধ্যে হিমোগ্লোবিন নামে প্রোটিন থাকে, হিমোগ্লোবিন আবার সাবইউনিট Heme অণু দ্বারা গঠিত

Heme অণু আয়রন অণুর সঙ্গে সংযুক্ত হয়ে অক্সিজেনকে আবদ্ধ করে ফেলে

আয়রন-অক্সিজেনের মধ্যে রাসায়নিক বন্ধন ঘটলে যে আলো প্রতিফলিত হয়, তা লাল দেখায়

ফুসফুসে যখন রক্ত সঞ্চালন ঘটে, অক্সিজেন সংগ্রহ করে বিশুদ্ধ হয় রক্ত

অক্সিজেন শেষ হয়ে গেলে আবারও ফুসফুসে ফিরে যায় রক্ত

আবারও সেখান থেকে অক্সিজেন গোটা শরীরে পৌঁছে দেয়

কিছু প্রাণী ছাড়া, মানুষ-সহ জীবজগতের অধিকাংশ প্রাণীর রক্তের রংই লাল