কমবেশি আমরা সকলেই
মিথ্য়ে কথা বলি


শুধুমাত্র অভ্য়াস নয়,
নেপথ্য কারণ একাধিক


শাস্তি পাওয়ার ভয়েই
মিথ্য়ে বলেন অনেকে


দৃষ্টি আকর্ষণ করতে,
সুবিধা পেতেও মিথ্যে বলা হয়


কাছের মানুষকে বিপদ থেকে
বাঁচাতেও মিথ্য়ে বলা হয়


সত্য বলার সাহস জুটিয়ে
উঠতে পারি না অনেক সময়


প্রশংসা কুড়োতে, জনপ্রিয়
হতেও মিথ্যে বলা হয়


সমাজের চোখরাঙানি এড়াতেও
মিথ্যে বলতে বাধ্য হই


সামনের জন যাতে আহত না হন,
তার জন্যও মিথ্যে বলতে হয়


রাজনীতিকরা মিথ্যে বলেন
নিজেদের স্বার্থসিদ্ধি করতে