জীবনে এমনিতেই
কম চিন্তা নেই


মৃত্যুভাবনাও মাথায়
ভিড় করে আমাদের


কিন্তু কিছু মানুষ
মৃত্যু নিয়ে বেশিই ভাবেন


সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া,
বা একাকীত্ব রয়েছে নেপথ্যে


গবেষণায় দেখা গিয়েছে,
একাকীত্ব থেকে মৃত্যুচিন্তা ভর করে


দুনিয়ায় নিজেদের
একাকী মনে হয় যাঁদের


কেউ অনুভূতি বোঝেনা
বলে মনে হয় যাঁদের


মৃত্যুচিন্তা তাঁদেরই
তাড়িয়ে বেড়ায়


অবসাদ থেকে আত্মঘাতী
হওয়ার চিন্তাও নাকি সেই থেকেই


কেউ বুঝছে না বলে
মনে হয় অবসাদগ্রস্তদেরও