২০২২ সালের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ৮ নভেম্বর। এরপর ২০২৫ সালের ১৪ মার্চ আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। অর্থাৎ তিনবছর পর ফের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হবেন বিশ্ববাসী। ৮ নভেম্বরের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে দেখা যাবে Blood Moon। অর্থাৎ চাঁদের রঙ থাকবে লালচে আভা যুক্ত। কলকাতায় বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বিকেল ৪টে ৫৫ মিনিটে। ভারতীয় সময় বিকেল ৪টে ৫২ মিনিটে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে বলে জানা গিয়েছে। এই গ্রহণ শেষ হবে সন্ধে ৭টা ২৬ মিনিটে। অর্থাৎ ২ ঘণ্টা ৩৪ মিনিট ধরে চলবে গ্রহণ। বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য বিশেষ কোনও যন্ত্রাংশের প্রয়োজন নেই। সাধারণ বাইনোকুলার এবং টেলিস্কোপের মাধ্যমেই স্পষ্ট ভাবে লালচে রঙের চাঁদ দেখা যাবে।