বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চোখজুড়ানো রেলস্টেশন

দ্য গ্র্যান্ড সেন্ট্রাল, নিউইয়র্ক

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চোখজুড়ানো রেলস্টেশন

বিশ্বের সবথেকে সুন্দর ট্রেন স্টেশনগুলির মধ্যে এটি অন্যতম। নিউইয়র্কে এটি মোস্ট ভিজিটেড জায়গা। রয়েছে আকর্ষণীয় ইতিহাস

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চোখজুড়ানো রেলস্টেশন

আন্তওয়েরপেন-সেন্ট্রাল স্টেশন, বেলজিয়াম

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চোখজুড়ানো রেলস্টেশন

দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমা নিক্ষেপের পরেও দাঁড়িয়ে রয়েছে এই স্টেশন। পরে এটি পুনর্সংস্কার করা হয়। বিশ্বের অন্যতম সুন্দর স্টেশন এটি

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চোখজুড়ানো রেলস্টেশন

আতোচা স্টেশন, মাদ্রিদ

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চোখজুড়ানো রেলস্টেশন

মাদ্রিদের সবথেকে দীর্ঘ ট্রেন স্টেশন। সবুজের সাথে সাথে স্টেশন জুড়ে রয়েছে শপিং সেন্টার ও ক্যাফে

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চোখজুড়ানো রেলস্টেশন

সাও বেন্তো স্টেশন, পর্তুগাল : স্টেশনজুড়ে পর্তুগালের ইতিহাসের চিত্রিত রয়েছে। প্যারিসের স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত এই স্টেশন

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চোখজুড়ানো রেলস্টেশন

কানাজওয়া স্টেশন, ইশিকাওয়া(জাপান) : এই স্টেশনের স্থাপতা নজর কাড়ে। কাঁচের বিশাল গম্বুজ ও কাঠের গেট রয়েছে এখানে

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চোখজুড়ানো রেলস্টেশন

হায়দারপাশা স্টেশন, ইস্তানবুল(তুর্কি) : ১৯০৬ সাল থেকে রয়েছে এই স্টেশনটি। নবজাগরণের স্থাপত্য তুলে ধরে এই স্টেশন

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চোখজুড়ানো রেলস্টেশন

দুনেদিন স্টেশন(নিউজিল্যান্ড) : ১৯০৬ সালে তৈরি হয় স্টেশনটি। নিউজিল্যান্ডের অন্যতম ব্যস্ত এই স্টেশনটি দেশের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু পর্যটকদের কাছে

Thanks for Reading. UP NEXT

৫ লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন এই গাড়িগুলি

View next story