দিল্লির ছেলে তিনি, জন্মসূত্রেই 'দিলওয়ালা'
তাই মুম্বই তো কোন ছাড়, আসমুদ্র হিমাচলের মন জিতেছেন
অখ্যাত যুবক থেকে মায়ানগরীর রাজপাট
৮ থেকে ৮০, মেয়েদের মনেও তাই রাজপুত্র হয়েই রয়েছেন
সময় বলছে জীবনের ৫৭টি বছর পার করেছেন
কিন্তু দেখলে আজও 'দিওয়ানা'র সেই তরুণ
ঝাঁকড়া চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনও তারুণ্য
জন্মদিনে তাই আজও ভিড় উপচে পড়ে দেখতে
প্রাসাদোপম বাংলোর বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করেন সকলে
প্রার্থনা করেন, 'বাদশাহ' দর্শনের 'মন্নত' পূরণের