দরজায় কড়া নাড়ছে পরীক্ষা, নাওয়া-খাওয়া ভুলে সারাদিন বইয়ের সামনে বসে থাকা। ছাত্রছাত্রীদের জীবনে এই ছবি বড় চেনা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা বইমুখে বসে থাকার পরও মনে হয় ঠিকঠাক পড়া হল না? সেক্ষেত্রে লেখাপড়ার জন্য অন্য কোনও কৌশল ট্রাই করবেন নাকি? যেমন ধরুন 'স্পেসড লার্নিং'। সহজ কথায় যে অংশটি আপনার পড়া হয়ে গিয়েছে, নির্দিষ্ট সময় অন্তর সেটি নিয়ে আবার চর্চা করা। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে চর্চার মধ্যে সময়ের ব্যবধান যেন বাড়তে থাকে। মূল লক্ষ্য একটাই। যা পড়েছেন সেটা আরও ঝালিয়ে নেওয়া। তাই আগে থেকেই রিভিশনের জন্য একটা নির্ঘণ্টও বানিয়ে রাখতে পারেন। শুধু গড়গড় করে পড়ে গেলে কতটা তা স্মরণে রইল, না-ই খেয়াল থাকতে পারে। সেক্ষেত্রে মাঝেমধ্যে আগে পড়ে ফেলা বিষয়গুলি মনে করার চেষ্টা করুন। মনে রাখার আরও কিছু টিপস রয়েছে। সেগুলির জন্য কোনও মনোবিদ বা এডুকেশন কাউন্সেলরের পরামর্শ নিতে পারেন।