'মহব্বতে' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় শমিতা শেট্টির। প্রথম ছবিতেই পুরস্কার জিতে নেন

অভিনয় ছাড়াও পেশায় একজন মডেল এবং ইন্টেরিয়র ডিজাইনার, অভিনয়ের সঙ্গে সঙ্গে একাধিক ডান্স নম্বরে দেখা গিয়েছে শমিতাকে

শমিতা শেট্টির বলিউড জার্নি খুব একটা দীর্ঘ নয়। 'জহের', 'বেওয়াফা', 'ক্যাশ', 'ফরেব' ও আরও বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে তাঁকে

দিদি শিল্পার মতোই ফিটনেস সচেতন শমিতা শেট্টিও। নিজেকে ফিট রাখার জন্য পছন্দের অনেক খাবারই ত্যাগ করেছেন

অত্যন্ত অন্তর্মুখী চরিত্রের মানুষ শমিতা শেট্টি। জানা যায়, এমন চারিত্রিক বৈশিষ্ঠ্যের জন্যই বি টাউনের খুব বেশি বন্ধু নেই তাঁর

নিজের লুক নিয়ে ছোট থেকেই সচেতন ছিলেন শমিতা শেট্টি। নিজের ছোটবেলার সমস্ত ছবি নাকি তিনি পুড়িয়ে ফেলেছিলেন

খুব কম বয়স থেকেই খেলাধুলোর প্রতি আগ্রহ ছিল শমিতা শেট্টির। তিনি একজন অত্যন্ত দক্ষ অ্যাথলিটও

বলিউডে তাঁর আত্মপ্রকাশের পর থেকেই দিদি শিল্পার সঙ্গে তাঁর তুলনা চলেছে। তবে, এতে দুই বোনের সম্পর্কে কোনও প্রভাব পড়েনি

Thanks for Reading. UP NEXT

শাহরুখের 'আইকনিক' ট্রেন দৃশ্য

View next story