শনিকে বিচারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যা মানুষকে কর্ম অনুসারে ফল দেয় শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থিত নতুন বছরেই অবস্থান বদল করবে সে তবে রাশিচক্রের পরিবর্তন না হলেও শনির অবস্থানের পরিবর্তন হবে বেশ কয়েকটি রাশি এর জেরে একাধিক সমস্যায় পড়তে চলেছে মকর, কুম্ভ ও মীন রাশিকে ভোগাবে শনি মকরের জন্য শনির তৃতীয় পর্ব মীন রাশির জন্য শনির প্রথম পর্ব কুম্ভ রাশির জন্য শনির দ্বিতীয় পর্ব শুরু হবে যা বেদনাদায়কও হতে পারে, থাকতে হবে সতর্ক এর জেরে আগামী বছর চরম সমস্যায় পড়তে পারেন এই তিন রাশির জাতক-জাতিকারা