শনি দেবের আরাধনায় আপনি কি কিছু ভুল করছেন? শনির রোষের মুখে পড়তে হতে পারে

রেগে গেলে ওই ব্যক্তিকে সমস্যায় ফেলতে পারেন শনি দেব শনি দেবের পুজো চলাকালীন উঠে দাঁড়াবেন না

শনিদেবের মূর্তিতে শনিবার সর্ষের তেল নিবেদন করুন তামার পাত্র, লোহার বাসনপত্র ব্যবহার করা উচিত

এছাড়াও শনি দেবের পুজো করার সময় দিকটা মাথায় রাখুন

অনেকেই পূর্ব দিকে মুখ করে উপাসনা করে কিন্তু এমনটা বিশ্বাস করা হয় যে শনিদেব পশ্চিমের অধিপতি

তাই শনি দেবের পুজো করার সময় পশ্চিম দিকে মুখ থাকতে হবে

শনি দেবকে ন্যায়বিচার এবং কর্মের দেবতা বলা হয় শনিদেবের কৃপা বজায় থাকে বেশ কিছু রাশির জীবনে