Image Source: Pexels

ফ্রুট স্যালাড খেতে ভালবাসেন? ফলের উপর নুন-মশলা ছড়িয়ে খাওয়ার অভ্যাস রয়েছে? এটা কতটা উপকারী জেনে নিন।

Image Source: Pexels

যাঁরা ডায়েট করেন তাঁরা অনেকেই ফ্রুট স্যালাড খান। ফলের উপর ছড়িয়ে দেন বিটনুন, গোলমরিচ, চাটমশলা বা এমনি নুন।

Image Source: Pexels

ফলের উপর নুন বা মশলা ছড়িয়ে খাওয়া কতটা উচিত, আদৌ গুরুত্বপূর্ণ কিনা সেটাই জেনে নেওয়া যাক।

Image Source: Pexels

বেশিরভাগ নিউট্রিশনিস্ট বলেন, ফল গোটা খেতে। তার সঙ্গে আপনি নুন, মশলা মিশিয়ে খেতে পারেন। তবে এর আলাদা কোনও উপকারিতা নেই।

Image Source: Pexels

অর্থাৎ কাটা ফলের পরিবর্তে গোটা ফল খেলেই বেশি পরিমাণে পুষ্টি লাভ সম্ভব। খাওয়ার আগের মুহূর্তে ফল কেটে নিতে পারেন।

Image Source: Pexels

এমনিতেও কাটা ফল খাওয়া যে একেবারেই অস্বাস্থ্যকর অভ্যাস সেকথা তো প্রায় সকলেরই জানা।

Image Source: Pexels

ফলের সঙ্গে স্বাদের জন্য নুন বা মশলা মেশাতে পারেন। তবে বেশি নুন খেলে শরীরে সোডিয়ামের আধিক্য হতে পারে।

Image Source: Pexels

আলাদা করে চিনি মিশিয়ে ফল না খাওয়াই ভাল। এর ফলে ক্যালোরি বাড়তে পারে আপনার শরীরে।

Image Source: Pexels

অর্থাৎ ফলের সঙ্গে নুন বা মশলা মিশিয়ে খাওয়া কেবলই স্বাদের জন্য। এর আলাদা করে কোনও গুরুত্ব নেই।

Image Source: Pexels

ফল খাওয়ার ক্ষেত্রে অতি অবশ্যই মনে রাখবেন, খালি পেটে কখনই ফল খাবেন না।