১৯৯৩ সালের ২৯ এপ্রিল উত্তর প্রদেশের বাল্লিয়ায় জন্ম নেন সিদ্ধান্ত চতুর্বেদী। পাঁচ বছর বয়সে মুম্বই পাড়ি দেন তিনি।

এমন সাবলীল অভিনেতা, যিনি একাধিক চরিত্রে স্বচ্ছন্দ, তিনি অর্থাৎ সিদ্ধান্ত ছোটবেলায় বেশ শান্ত ছিলেন।

সিদ্ধান্তের প্রথম ভালবাসা থিয়েটার ও অভিনয়। কিন্তু তিনি পড়াশোনাতেও বেশ ভাল। পাশ করেছেন সিএ পরীক্ষা।

সিনে দুনিয়ায় অসাফল্য আসতেই থাকে। তবে সেই অসাফল্য থেকেই প্রেরণা নেন সিদ্ধান্ত। প্রায় ৬ বছরের চেষ্টার পর প্রথম বড় ছবি করেন তিনি।

'বম্বে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস' বিজয়ী ছিলেন সিদ্ধান্ত। তিনি বেশ গর্বিতই এই সাফল্য়ে।

সিনেমায় অভিনয়ের আগেও তিনি ক্যামেরার সামনে কাজ করেছেন। একাধিক বিজ্ঞাপনে দেখা গেছে সিদ্ধান্তকে।

সিদ্ধান্ত চতুর্বেদী একটি সিটকমেও কাজ করেছেন। ২০১৬ সালে মুক্তি পাওয়া ইউটিউব সিরিজ 'লাইফ সহি হ্যায়'-তে অভিনয় করেন।

ছোটবেলায় ভাষা নিয়ে সমস্যার সম্মুখীন হতেন তিনি। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'আমি শুধু ভোজপুরী জানতাম।' এরপর ধীরে ধীরে হিন্দি শেখেন অভিনেতা।

২০১৯ সালে প্রথম ছবি মুক্তি পায় সিদ্ধান্তের। এম সি শেরের চরিত্রে 'গালি বয়' ছবিতে দেখা যায় তাঁকে।

২০২২ ও ২০২৩ সাল মিলিয়ে মোট তিনটি ছবি তাঁর মুক্তির অপেক্ষায়। শেষ মুক্তি পেয়েছে 'গহেরাইয়াঁ'।