রুক্ষ চুল নিয়ে নাজেহাল? এই বর্ষায় কীভাবে রুক্ষ চুলের যত্ন নেবেন?

কিছু চটজলদি টিপসের সাহায্যে হতে পারে সমাধান। যাতে দ্রুত মিলবে ফলও।

কোন পদ্ধতিতে চুলের যত্ন নেবেন?

কতটা শ্যাম্পু ব্যবহার করবেন, সেটা জানা প্রয়োজন। তার পাশাপাশি চুলের ধরণ এবং কতটা ঘনত্ব চুলের তা বুঝে কন্ডিশনার ব্যবহার করতে হবে।

শ্যাম্পু করলেই কন্ডিশনিং ব্যবহার বাধ্যতামূলক। তা না হলেই চুল আরও রুক্ষ হবে।

চুল মোছার সময় হালকা হাতে মুছতে হবে। সুতির জিনিস দিয়ে মোছা ভাল এক্ষেত্রে।

প্রয়োজনে চুলে অ্যালোভেরা জেল লাগানো যেতে পারে। যা চুল সতেজ রাখে। একইসঙ্গে স্বাস্থ্যোজ্জ্বলও করে।

চুলের শেষ অংশ অনেক সময়ই নষ্ট হয়। ৬ মাস অন্তর নষ্ট হয়ে যাওয়া অংশ কেটে ফেলতে হবে।

হালকা হাতে চুল আঁচড়াতে হবে। এতে রক্ত সঞ্চালনা ঠিক থাকে।

রুক্ষ চুল থেকে মুক্তি পেতে ঘরোয়া পদ্ধতিতে তৈরি বিভিন্ন হেয়ার মাস্ক ব্যবহার করা যায়।