বহু প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পাণ্ডের স্পোর্টস ড্রামা 'লাইগার'-এর ট্রেলার বলিউডে পা রাখলেন বিজয় দেবেরাকোন্ডা, মুক্তি পেল তাঁর প্রথম হিন্দি ছবি 'লাইগার'-এর ট্রেলার পুরী জগন্নাধ পরিচালিত এই ছবিতে বিজয়-অনন্যা ছাড়াও দেখা যাবে মাইক টাইসনকে সঙ্গে রাম্যা কৃষ্ণণ, ২৫ অগাস্ট মুক্তির অপেক্ষায় এই ছবি আজ এই ছবির প্রচারে দেখা গেল বলিউড তারকা রণবীর সিংহকে, ছবির অন্য় দুই অভিনেতার সঙ্গে মঞ্চ মাতালেন তিনি মেগাস্টার চিরঞ্জীবি ও প্রভাস এই ছবির তেলুগু ট্রেলার প্রকাশ্যে আনেন দুলকির সলমনের হাতে উন্মোচিত হয় মালয়লম ট্রেলার, হিন্দি ট্রেলার প্রকাশ্যে আসে রণবীর সিংহের হাত ধরে ছবির প্রথম ঝলকেই বিজয়ের চরিত্রের ঝলক পান দর্শক, এই ছবি দেশজুড়ে আরও একাধিক ভাষায় মুক্তি পাবে ট্রেলারে রাম্যা কৃষ্ণণকে বলতে শোনা যায়, 'আমার ছেলে ক্রসব্রিড। সিংহ ও বাঘের মিশ্রণ।' ছবিতে এক চাওয়ালার বন্ধুর যাত্রার গল্প শোনা যাবে, যে ভারতের প্রতিনিধি হয়ে এমএমএ শিরোপা জেতার চেষ্টায় রয়েছে