মঞ্চ মাতানো হয়ে গিয়েছে ততক্ষণে, ব্যাকস্টেজে একটু বিশ্রাম নিচ্ছিলেন ইমন চক্রবর্তী



হঠাৎ ইমনের কাছে ছুট্টে এল খুদে এক ভক্ত, তার চোখে জল



সঙ্গীতশিল্পীর কাছে খুদে ভক্তের অভিযোগ, সে কেন অনুষ্ঠানে 'আলাদা আলাদা' গানটি শুনতে পায়নি।



কৌশিক গঙ্গোপাধ্যায়ের অর্ধাঙ্গিনী ছবির গান আলাদা আলাদা ইমনের কন্ঠেই গাওয়া।



খুদে অনুরাগীর কান্না থাকাতে ফের গান ধরলেন ইমন, গেয়ে উঠলেন 'আলাদা আলাদা'



খুদে ভক্ত তখন মহা খুশি, গলা মেলাল প্রিয় গায়িকা ইমনের সঙ্গেও



শিশুর দু-হাত ধরে ইমনের গাওয়া সেই গান ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।



নেটিজেনরা লিখলেন, 'ইমন মাটির কাছাকাছি বলেই মন ছুঁয়ে যেতে পারেন'



ভিডিও শেয়ার করে অনুপম রায় ও কৌশিক গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন ইমন।



অর্ধাঙ্গিনীর আলাদা আলাদা গানটি লিখেছেন অনুপম, বেশ জনপ্রিয়তা পেয়ে এই গান।