সানস্ক্রিনের প্রয়োজনীয়তা বুঝতে

সময় লেগেছে অনেকটা

রোদে বেরোনোর আগে তাই

সানস্ক্রিণ মাখা চাই-ই

কিন্তু তা-ও কিছু ভুল থেকে যায়,

শুধরে নিলে আটকে থাকবে বয়সও

শীত, গ্রীষ্ম, বর্ষা, সানস্ক্রিন ভরসা,

মেনে চলুন এই বেদবাক্য

বাড়ির বাইরে পা রাখলেই নয় শুধু,

বাড়িতে থাকলেও মাখুন সানস্ক্রিন

শুধুমাত্র রোদে পোড়া থেকেই রক্ষা নয়,

ত্বকের উপর বার্ধক্যের ছাপও পড়ে না

সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক,

প্রদাহ তৈরি করে, তাতেই ভাঁজ পড়ে ত্বকে

UVA, UVB র্রশ্মিতে অকাল বার্ধক্য,

ত্বক আলগা হয়, কালো ছোপ ধরে

সানস্ক্রিনে থাকে অ্যান্টি অক্সিড্যান্ট,

যা বয়স আটকানোর সেরা দাওয়াই

SPF-30 যুক্ত সানস্ক্রিন ৯৭% কার্যকর,

অতিবেগুনি রশ্মি আটকানোর ক্ষেত্রে