Image Source: pixabay

পুষ্টির কারণে নিয়মিত ডিম খাওয়া জরুরি। শিশু থেকে বয়স্ক সকলের পাতেই প্রয়োজন ডিম।

Image Source: pixabay

পেশি ও হাড় ছাড়াও, ত্বকের জন্যও গুরুত্বপূর্ণ ডিম।

Image Source: pixabay

ডিমে ভরপুর প্রোটিন থাকে, যা ত্বকের স্বাস্থ্যের জন্য ভাল।

Image Source: pixabay

ডিমে থাকে লাইসোজম। যা ব্রণ-ফুসকুড়ি কমাতে সাহায্য করে।

Image Source: pixabay

ডিমে লুটেইন এবং অ্যান্টি অক্সিড্যান্ট থাকে। যা ত্বকের ক্ষয় কমাতে কার্যকর।

Image Source: pixabay

ডিমে যে ধরনের প্রোটিন থাকে। তা ত্বকের আর্দ্রতাকে ধরে রাখতে সাহায্য করে।

Image Source: pixabay

এই কারণে ত্বকের বলিরেখা ও দাগ তুলনায় কম দেখা যায়।

Image Source: pixabay

ডিমে অন্তত ১৮ রকমের অ্যামাইনো অ্যাসিড থাকে যা ত্বকের বয়স ঠেকাতে সাহায্য করে। ইউভি রশ্মির ক্ষতিও ঠেকায়।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য অবশ্যই বিশেষজ্ঞের কথা মেনে চলুন।