পোকো এম৬ ৫জি - পোকো সংস্থার এই ৫জি ফোনের দাম ভারতে শুরু হচ্ছে মাত্র ১০,৪৯৯ টাকা থেকে।

পোকো এম৬ ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম।

পোকো এম৬ ৫জি ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ফিচার যুক্ত মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

টেকনো পোভা ৫ প্রো ৫জি - ভারতে ফেব্রুয়ারি মাসে ১৫ হাজার টাকার মধ্যে এই ৫জি ফোনও কিনতে পারবেন আপনি। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর।

টেকনো পোভা ৫ প্রো ৫জি ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে।

টেকনো পোভা ৫ প্রো ৫জি ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ডুয়াল ক্যামেরা সেটিংস। আর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ৫০০০ এমএএইচ ব্যাটারিও রয়েছে এই ফোএ।

লাভা স্টর্ম ৫জি- এটিও একটি ৫জি বাজেট ফোন। দাম ১৫ হাজারের মধ্যে। তাই ফেব্রুয়ারি মাসে নতুন ফোন কেনার পরিকল্পনা থাকলে সম্ভাবনা হিসেবে ভারতের নিজস্ব সংস্থা লাভা- র এই ৫জি মডেল দেখতে পারে।

লাভা স্টর্ম ৫জি ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর।

লাভা স্টর্ম ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। লাভা স্টর্ম ৫জি ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS 2.5D ডিসপ্লে রয়েছে।

লাভা স্টর্ম ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। সঙ্গে রয়েছে একটি স্ক্রিন ফ্ল্যাশ।

Thanks for Reading. UP NEXT

২৫ হাজার টাকার কমে কোন কোন ক্যামেরা-ফোন কিনতে পারবেন ভারতে?

View next story