পোকো এম৬ ৫জি - পোকো সংস্থার এই ৫জি ফোনের দাম ভারতে শুরু হচ্ছে মাত্র ১০,৪৯৯ টাকা থেকে।
পোকো এম৬ ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র্যাম।
পোকো এম৬ ৫জি ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ফিচার যুক্ত মেন রেয়ার ক্যামেরা সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
টেকনো পোভা ৫ প্রো ৫জি - ভারতে ফেব্রুয়ারি মাসে ১৫ হাজার টাকার মধ্যে এই ৫জি ফোনও কিনতে পারবেন আপনি। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর।
টেকনো পোভা ৫ প্রো ৫জি ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে।
টেকনো পোভা ৫ প্রো ৫জি ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ডুয়াল ক্যামেরা সেটিংস। আর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ৫০০০ এমএএইচ ব্যাটারিও রয়েছে এই ফোএ।
লাভা স্টর্ম ৫জি- এটিও একটি ৫জি বাজেট ফোন। দাম ১৫ হাজারের মধ্যে। তাই ফেব্রুয়ারি মাসে নতুন ফোন কেনার পরিকল্পনা থাকলে সম্ভাবনা হিসেবে ভারতের নিজস্ব সংস্থা লাভা- র এই ৫জি মডেল দেখতে পারে।