ডিজিটাল-জীবনে যেমন গতি এসেছে, সুবিধা এসেছে। তেমনই বিপদও এসেছে



যতদিন যাচ্ছে, নানাভাবে সাইবার অপরাধের সংখ্যা বাড়ছে। নিত্য নতুন পদ্ধতিতে এই অপরাধের শিকার হচ্ছেন অনেকে।



নেটওয়ার্ক, ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট, সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্ট, মোবাইল-ল্যাপটপে ফাঁদ পেতে তথ্য ও অর্থ চুরি হয়।



সাইবার অপরাধ থেকে নিজেকে বাঁচাতে গেলে নিজের ফোন ও ল্যাপটপকে সুরক্ষিত রাখতে হবে। সেটা কীভাবে?



ডিভাইসের অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট সিকিউরিটি সফটওয়ার নিয়মিত আপডেট করতে হবে।



ইন্টারনেট কানেকশন যেন নিশ্ছিদ্র থাকে, সেটা দেখতে হবে। শক্তিশালী VPN ব্যবহার করলে অনেকটাই সুরক্ষা থাকবে



ল্যাপটপে অ্যান্টি ভাইরাস সফটঅয়ার ব্যবহার করতেই হবে। ভাইরাস এবং ম্যালঅয়ার রুখতে কার্যকরী।



যে কোনও স্প্যাম মেল এড়িয়ে চলুন। কোনও সন্দেহজনক মেলের লিঙ্কে ক্লিক করবেন না। যে মেল পাঠিয়েছে তার অ্য়াড্রেস খুঁটিয়ে দেখুন



ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়মিত পরীক্ষা করতে হবে। প্রয়োজন মতো অনলাইন ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড পাল্টাতে হবে।



ডেবিট বা ক্রেডিট কার্ড যে কোনও ওয়েবসাইটে ব্যবহার না করাই ভাল। কখনও কাউকে কার্ড সংক্রান্ত কোনওরকম তথ্য দেবেন না।