ইয়ারফোন কেনার সময় দেখবেন তা বেঁধে রাখার জন্য ব্যান্ড জাতীয় একটা জিনিস থাকে। এই জিনিসটি যত্ন করে রাখবেন। ইয়ারফোন বেঁধে রাখতে পারলে তা জড়িয়ে যাবে না।

ইয়ারফোন কেনার সময় দেখবেন তা বেঁধে রাখার জন্য ব্যান্ড জাতীয় একটা জিনিস থাকে। এই জিনিসটি যত্ন করে রাখবেন। ইয়ারফোন বেঁধে রাখতে পারলে তা জড়িয়ে যাবে না।

ABP Ananda
জড়িয়ে না গেলে ইয়ারফোনের তার মাঝখান থেকে কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার যে সমস্যা তা দেখা যাবে না। ফলে অনেকদিন টিকবে আপনার ইয়ারফোন।

জড়িয়ে না গেলে ইয়ারফোনের তার মাঝখান থেকে কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার যে সমস্যা তা দেখা যাবে না। ফলে অনেকদিন টিকবে আপনার ইয়ারফোন।

ABP Ananda
ফোন কিংবা অন্যান্য ইলেকট্রিক ডিভাইসের মতো ইয়ারফোনও পরিষ্কার করা দরকার। কারণ ইয়ারফোনের যে অংশ দিয়ে শব্দ শোনা যায় সেখানে ধুলো জমে ডিভাইস খারাপ হয়ে যেতে পারে।

ফোন কিংবা অন্যান্য ইলেকট্রিক ডিভাইসের মতো ইয়ারফোনও পরিষ্কার করা দরকার। কারণ ইয়ারফোনের যে অংশ দিয়ে শব্দ শোনা যায় সেখানে ধুলো জমে ডিভাইস খারাপ হয়ে যেতে পারে।

ABP Ananda
কান পরিষ্কার করার বাডসের মাথায় অল্প তুলো লাগিয়ে এবং সামান্য স্পিরিট বা নেলপলিশ রিমুভার দিয়ে ইয়ারফোন পরিষ্কার করে নিতে পারেন। তবে স্পিরিট বা রিমুভার খুব সামান্য পরিমাণে দিতে হবে।

কান পরিষ্কার করার বাডসের মাথায় অল্প তুলো লাগিয়ে এবং সামান্য স্পিরিট বা নেলপলিশ রিমুভার দিয়ে ইয়ারফোন পরিষ্কার করে নিতে পারেন। তবে স্পিরিট বা রিমুভার খুব সামান্য পরিমাণে দিতে হবে।

ABP Ananda

বর্ষার দিনে জল থেকে ইয়ারফোন রক্ষা করার জন্য সুরক্ষার স্বার্থে পাউচের মধ্যে রাখুন ইয়ারফোন। এর ফলে জলে ভিজে ডিভাইস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না।

ABP Ananda

প্লাস্টিকের এই পাউচ আজকাল সহজেই কিনতে পাওয়া যায়। বর্ষাকালে রাস্তাঘাটে ওয়্যারড ইয়ারফোন নিয়ে বেরোলে তা ব্যান্ড দিয়ে বেঁধে প্লাস্টিকের পাউচের ভিতর করে যত্ন করে রাখা উচিত।

ABP Ananda

রাস্তাঘাটে ইয়ারফোন ব্যবহারের সময় সতর্ক থাকুন। আচমকা টান পড়লে ওয়্যারড ইয়ারফোনের তার ছিঁড়ে বা কেটে যেতে পারে।

ABP Ananda

যাঁদের রাস্তাঘাটে চলাফেরার সময় ইয়ারফোন ব্যবহার করতে হয় তাঁদের জন্য ব্লুটুথ ইয়ারফোন এবং ইয়ারবাড আদর্শ ডিভাইস। তবে এক্ষেত্রে ডিভাইসে চার্জ থাকা একটা গুরুত্বপূর্ণ বিষয়।

ABP Ananda

ব্যাগের মধ্যে অনেকেই ইয়ারফোন সঙ্গে নিয়ে বাড়ির বাইরে বেরোন। এক্ষেত্রে ইয়ারফোন ওই ব্যান্ড জাতীয় জিনিস দিয়ে বেঁধে তারপর কোনও একটা পাউচের মধ্যে রাখা জরুরি।

ABP Ananda

এর ফলে ব্যাগের মধ্যে সহজে ইয়ারফোন খুঁজে পাওয়া যাবে এবং কোথাও কোনও টান লেগে ছিঁড়ে যাওয়ার বা ইয়ারফোনের তার কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না।

ABP Ananda