সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার বাংলার সামনে হিমাচলপ্রদেশ ম্যাচে তিন স্পিনার দিয়ে বাজিমাত করতে চাইছে বাংলা সেই সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নবাগত পেসার রবি কুমারকে ব্যবহারের ভাবনা রয়েছে বাংলা শিবিরের ম্যাচটি হবে সল্ট লেকে, টোয়েন্টি টু ইয়ার্ডস ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অনেকে মনে করছেন, ইডেন বা কল্যাণীর মতো বড় মাঠে ম্যাচ না হওয়ায় প্রচুর রান উঠবে অগ্নিপরীক্ষা দিতে হবে বোলারদের। যদিও বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল তা নিয়ে ভাবতে নারাজ লক্ষ্মীরতন বলছেন, ছোট মাঠ বড় মাঠ বলে কিছু হয় না। দুই দলকে একই পরিস্থিতিতে খেলতে হবে ছোট মাঠ বলে বেশি রান করা সহজ নয়, মত লক্ষ্মীরতনের বাংলা শিবির সূত্রে খবর, রণজ্যোৎ সিংহ খইরা ফিরতে পারেন প্রথম একাদশে ১৮ পয়েন্ট নিয়ে এলিট গ্রুপ ই-র শীর্ষে ছিল বাংলা হিমাচল প্রদেশও এলিট গ্রুপ ডি-র শীর্ষে থেকে শেষ করেছিল লক্ষ্মীরতন বলছেন, 'পিচ দেখে ভালই মনে হচ্ছে। মাঠে নেমে নিজেদের পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে।' মঙ্গলবার ম্যাচ শুরু বেলা ১১টায়