আজ জন্মদিন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার, জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা নানা তথ্য সলমন খানের হাত ধরেই বলিউডে পা রাখেন সোনাক্ষী, 'দবং' ছবিতে প্রথমবার দেখা যায় অভিনেত্রীকে জানা যায়, 'দবং' ছবিতে গ্রামের মেয়ের চরিত্রে অভিনয়ের জন্য ৩০ কেজি ওজন কমান সোনাক্ষী প্রথম ছবির জন্যই প্রশংসিত হন সোনাক্ষী, ছবি সমালোকদের কাছ থেকেও প্রশংসা পান ছবির জগতে আসার আগে সোনাক্ষী প্রতিজ্ঞা করেন যে তিনি কখনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না জিরো ফিগারের ধারণায় একেবারেই বিশ্বাসী নন সোনাক্ষী, যতটা প্রয়োজন ততটাও ওজন কমাতে চান তিনি ফ্যাশন ডিজাইনিং নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়েন সোনাক্ষী, কস্টিউম ডিজাইনার হিসেবে কেরিয়ারও শুরু করেন 'দবং' ছবি থেকে সোনাক্ষী সিনহা যে পারিশ্রমিক পান, তা পুরোটাই সলমন খানের 'বিইং হিউম্যান' সংস্থায় দান করেন ছবি তুলতে খুবই ভালোবাসেন সোনাক্ষী সিনহা, পাশাপাশি বিভিন্ন জায়গায় বেড়াতে যেতেও পছন্দ করেন ফিটনেসের দিকে নজর দিলেও সোনাক্ষী সিনহা অত্যন্ত খাদ্যরসিক, কখনও কখনও জাঙ্ক ফুড খেতেও ছাড়েন না