গৃহবন্দি করে রাখার অভিযোগ লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী এবং সমাজসেবক সোনম ওয়াংচুককে।
ABP Ananda
Image Source: PTI ও ইন্সটাগ্রাম

গৃহবন্দি করে রাখার অভিযোগ লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী এবং সমাজসেবক সোনম ওয়াংচুককে।

তাঁকে একটি বন্ড সই করতেও বলা হয়েছে বলে ভিডিও বার্তায় দাবি সোনমের।
ABP Ananda
Image Source: PTI ও ইন্সটাগ্রাম

তাঁকে একটি বন্ড সই করতেও বলা হয়েছে বলে ভিডিও বার্তায় দাবি সোনমের।

সোনম ভিডিও বার্তায় দাবি করেছেন যে, তাঁকে একটি চিঠি দেওয়া হয়েছে, সেখানে জানানো হয়েছে...
ABP Ananda
Image Source: PTI ও ইন্সটাগ্রাম

সোনম ভিডিও বার্তায় দাবি করেছেন যে, তাঁকে একটি চিঠি দেওয়া হয়েছে, সেখানে জানানো হয়েছে...

লেহ নিয়ে কোনও বক্তব্যে নিষেধ করা হয়েছে বলে তাঁর দাবি।
Image Source: PTI ও ইন্সটাগ্রাম

লেহ নিয়ে কোনও বক্তব্যে নিষেধ করা হয়েছে বলে তাঁর দাবি।

Image Source: PTI ও ইন্সটাগ্রাম

কোনও জনসমাবেশে যোগ দিতে পারবেন না বলেও জানানো হয়েছে, দাবি সোনমের

Image Source: PTI ও ইন্সটাগ্রাম

এছাড়াও, মোট ৫০ হাজার টাকা দিয়ে বন্ডে সই করতে বলা হয়েছে। অভিযোগ সোনমের।

Image Source: PTI ও ইন্সটাগ্রাম

যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে লাদাখ পুলিশ

Image Source: PTI ও ইন্সটাগ্রাম

১৮ হাজার ফুট উপরে তীব্র ঠান্ডার মধ্যে খারদুং লা-তে শিক্ষাবিদ এবং পরিবেশকর্মী সোনম ওয়াংচুক অনশন শুরু করেছেন।

Image Source: PTI ও ইন্সটাগ্রাম

ষষ্ঠ তফশিলে লেহ-লাদাখের অন্তর্ভুক্তিকরণ। লেহ-লাদাখে যাবতীয় শিল্প-বাণিজ্য সংক্রান্ত কাজের ক্ষেত্রে লাগাম- মূলত এই দুটি দাবি রেখেছেন সোনম।

Image Source: PTI ও ইন্সটাগ্রাম

শিক্ষাবিদ ও বিজ্ঞানী সোনম ওয়াংচুকের জীবনের অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছিল বলিউড সিনেমা 'থ্রি-ইডিয়েটস'