Image Source: PTI ও ইন্সটাগ্রাম
গৃহবন্দি করে রাখার অভিযোগ লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী এবং সমাজসেবক সোনম ওয়াংচুককে।
Image Source: PTI ও ইন্সটাগ্রাম
তাঁকে একটি বন্ড সই করতেও বলা হয়েছে বলে ভিডিও বার্তায় দাবি সোনমের।
Image Source: PTI ও ইন্সটাগ্রাম
সোনম ভিডিও বার্তায় দাবি করেছেন যে, তাঁকে একটি চিঠি দেওয়া হয়েছে, সেখানে জানানো হয়েছে...
Image Source: PTI ও ইন্সটাগ্রাম
লেহ নিয়ে কোনও বক্তব্যে নিষেধ করা হয়েছে বলে তাঁর দাবি।
Image Source: PTI ও ইন্সটাগ্রাম
কোনও জনসমাবেশে যোগ দিতে পারবেন না বলেও জানানো হয়েছে, দাবি সোনমের
Image Source: PTI ও ইন্সটাগ্রাম
এছাড়াও, মোট ৫০ হাজার টাকা দিয়ে বন্ডে সই করতে বলা হয়েছে। অভিযোগ সোনমের।
Image Source: PTI ও ইন্সটাগ্রাম
যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে লাদাখ পুলিশ
Image Source: PTI ও ইন্সটাগ্রাম
১৮ হাজার ফুট উপরে তীব্র ঠান্ডার মধ্যে খারদুং লা-তে শিক্ষাবিদ এবং পরিবেশকর্মী সোনম ওয়াংচুক অনশন শুরু করেছেন।
Image Source: PTI ও ইন্সটাগ্রাম
ষষ্ঠ তফশিলে লেহ-লাদাখের অন্তর্ভুক্তিকরণ। লেহ-লাদাখে যাবতীয় শিল্প-বাণিজ্য সংক্রান্ত কাজের ক্ষেত্রে লাগাম- মূলত এই দুটি দাবি রেখেছেন সোনম।
Image Source: PTI ও ইন্সটাগ্রাম
শিক্ষাবিদ ও বিজ্ঞানী সোনম ওয়াংচুকের জীবনের অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছিল বলিউড সিনেমা 'থ্রি-ইডিয়েটস'
সমস্ত দেখুন
কোন বুস্টারে বেশি সুরক্ষা?
প্রজাতন্ত্র দিবসে ভারতের অতিথি
তেরঙ্গার আবেগে
হাতে পেলেন চাঁদ