পাপারাৎজিদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করলেন সোফি চৌধুরী।



হালকা গোলাপী রঙের ড্রেস পরে, কোলে সারমেয় নিয়ে ক্যামেরাবন্দি।



পোশাকের সঙ্গে পায়ে ছিল মানানসই স্টিলেটো।



পাপারাৎজিদের সঙ্গে কাটলেন কেক। পোজ দিলেন ছবির জন্য।



গতবছর সোফি আয়ুর্বেদিক চা লঞ্চ করেন। যা অনেকেই খুব পছন্দ করেন।



আরও একবার অন্য ধরনের জিনিস আনলেন তিনি। মাত্র ১৪০ টাকা দিয়ে কিনতে পারেন চা।



সোফি জানান এই চা দিনের যে কোনও সময়ে পান করা যাবে। এও জানান ডিটক্সের জন্য খুবই ভাল এই চা।



সোফি জানান ওই হার্বাল চা, ১০০ শতাংশ জৈবিক, গ্লুটেন-ফ্রি, হাতে তোলা পাতা দিয়ে তৈরি।



সম্প্রতি তাঁকে মুম্বই বিমানবন্দরে দেখতে পাওয়া যায়।



মজার ছলে এক পাপারাৎজিকে বলেন, 'আগে নাচ হবে তারপর পোজ'। সকলে হাসিতে ফেটে পড়েন।