রাজনৈতিক কেরিয়ারে ইতি টানলেন গৌতম গম্ভীর



সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজনীতি থেকে অব্যহতি নেওয়ার ঘোষণা বিজেপি সাংসদের



২০১৯ সালের ২২ মার্চ রাজনীতিতে যোগ দেন গম্ভীর



অরুণ জেটলি-রবিশঙ্কর প্রসাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন গৌতি



২০১৯ সালের লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি থেকে বিজেপি প্রার্থী হন



৬ লক্ষ ৯৫ হাজার ১০৯ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারান গম্ভীর



করোনাকালে সাংসদ হিসাবে পাওয়া ২ বছরের বেতন দান করেন গম্ভীর



করোনা প্রতিষেধকের ব্যবস্থা, এয়ার পিউরিফায়ার লাগানোর মতো একাধিক পদক্ষেপ করেন



২০২০ সালে দিল্লির ভোটেও বিজেপি গম্ভীরের এলাকায় ঈর্ষণীয় ফল করে



রাজনীতি ছেড়ে ক্রিকেটে আরও সময় দিতে চান কেকেআরের মেন্টর গম্ভীর