বিএমডব্লিউ, অডির মতো গাড়ি রয়েছে যুবরাজের সংগ্রহে, তবে সেরা আকর্ষণ ল্যামবার্গিনি মার্সিয়েলাগো, দাম ৩ কোটি টাকা ৩.৭৪ কোটি টাকায় ল্যামবার্গিনি হারাকান ইভো কিনেছেন হার্দিক পাণ্ড্য হামার টু, বিএমডব্লিউ ৫২০ ডি, মার্সিডিজ জিএলএস ৩৫০ - হরভজন সিংহও পিছিয়ে নেই ২.১০ কোটি টাকা দামের ল্যান্ড রেঞ্জ রোভার রয়েছে সুরেশ রায়নার, সঙ্গে মিনি বক্সটার, পোর্শে কুপার ফেরারি ৫৯৯ জিটিও, কনফেডারেট হেলক্যাট এক্স ১৩২, হামার এইচ টু, ধোনির গাড়ির কালেকশন দেখলে হাঁ হয়ে যাবেন ৩.১৫ কোটি টাকায় ল্যামবার্গিনি উরুস কিনেছেন রোহিত, সঙ্গে একাধিক বিদেশি গাড়ি বিএমডব্লিউ এম এইট কুপ রয়েছে শিখর ধবনের, দাম ২.১৮ কোটি টাকা, ১০০ কিলোমিটার গতি তুলতে লাগে ৩.৩ সেকেন্ড! ২ কোটি টাকা দামের অডি আর এইট রয়েছে কে এল রাহুলের, সঙ্গে রেঞ্জ রোভার ভেলার, মার্সিডিজ, বিএমডব্লিউ সচিন তেন্ডুলকরের গ্যারাজে রয়েছে বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, মধ্যমণি ফেরারি কোহলির আছে ৩.৮ কোটি টাকার বেন্টলে কন্টিনেন্টাল জিটি, ৩.৭৪ কোটি টাকায় বেন্টলে ফ্লাইং স্পার