বোর্ডের নতুন পেস বোলিং চুক্তির আওতায় আকাশদীপ পেসারদের উদ্বুদ্ধ করতেই বোর্ডের উদ্যোগ, রাঁচি টেস্টে অভিষেকেই ৩ উইকেট নেন আকাশদীপ তালিকায় ভারতীয় এ দলের হয়ে খেলা বিদ্যাত কারিয়াপ্পা ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ম্য়াচে ১০ উইকেট নিয়েছিলেন উমরান মালিক দেড়শোর বেশি গতিতে বল করে নজর কেড়েছেন আইপিএলে জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টিতে খেলেছেন উমরান বিজয়কুমার ভৈশখ আরসিবি ও কর্ণাটকের হয়ে খেলেন ২০২৩-২৪ রঞ্জিতে ৩৯ উইকেট নিয়েছিলেন বিজয়কুমার গুজরাত টাইটান্স তারকা যশ দয়লাকেও এই চুক্তির আওতায় আনা হয়েছে আইপিএলে পাঁচ ছক্কা হজম করলেও ২৬ বছরের ক্রিকেটারের পারফরম্য়ান্সে খুশি নির্বাচকরা