বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরিতে রোহিত সহ চার ভারতীয় এই ক্যাটাগরিতে বিরাট, জাডেজাও, বেতন ৭ কোটি টাকা গ্রেড এ-তে রয়েছে অশ্বিন, শামিরা, সিরাজরা, তাঁদের বেতন ৫ কোটি গ্রেড বি-তে রয়েছেন সূর্যকুমার, জয়সওয়ালরা, তাঁদের বেতন ৩ কোটি রিঙ্কু সিংহ গ্রেড সি-তে ঢুকে পড়েছেন ধর্মশালায় খেলতে নামলেই গ্রেড সি-তে ঢুকবেন ধ্রুব জুড়েল ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরম্য়ান্সে গ্রেড বি-তে ডুকেছেন জয়সওয়াল গ্রেড-সি তে মুকেশ কুমারও, এই ক্যাটাগরির প্লেয়ারদের বেতন ১ কোটি ধ্রুব জুড়েলের মতই ধর্মশালায় খেলতে নামলেই গ্রেডেশনের আওতায় আসবেন সরফরাজ খানও