বিরুষ্কার কোল আলো করে পুত্র সন্তানের জন্ম হয়েছে তারকা দম্পতি ছেলের নাম রেখেছেন অকায় ২০২১ সালে দম্পতির কন্য়া সন্তান হয়েছিল, তার নাম ভামিকা বিভিন্ন সময়ে মেয়ের সঙ্গে বিরাট ও অনুষ্কার আদুরে মুহূর্ত সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে ২০২১ সালে জন্ম হয় বিরুষ্কার মেয়ের, এই বছর তিনে পা রাখল ছোট্ট ভামিকা মেয়ের মুখ সেভাবে প্রকাশ্যে কখনও আনতে চাননি দম্পতি, তবে বিরাটের সঙ্গে অনেক ছবি দেখা গিয়েছে বিরাট কোহলি জানিয়েছিলেন যে মেয়ে জীবনে আসার পর তিনি অনেক বদলে গিয়েছেন বিরুষ্কার কোলে সুন্দর ভামিকার ছবি দেখে ভক্তরা আপ্লুত হয়েছিলেন মেয়ের জন্মদিনে বিভিন্ন ছবি পোস্ট করেছেন অনুষ্কা বিরাটকে পাশে নিয়ে বাবার ম্য়াচ দেখতে ইতিমধ্যেই মাঠে গিয়েছে ভামিকা, এবার ভাইয়ের যাওয়ার পালা